কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিশেষ অভিযানে বন বিভাগের চোরাই কাঠ ডাম্পার সহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর ২০২১ দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের সময় বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলমের নির্দেশে বিশেষ টহলের অভিযানে এবং ঝিলংজা বিট কর্মকর্তা আসলাম হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ ঘনফুট আকাশমনি কাঠ ডাম্পারসহ তিনজনকে গ্রেফতারপূর্বক বন আইনে পি ওয়ার মামলায় তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।.
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়া এলাকার আবুল কালাম এর পুত্র মোহাম্মদ ইউসুফ, বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ ইকবাল ও চোর সিন্ডিকেটের গডফাদার মৃত আব্দুল জলিলের পুত্র মোহাম্মদ জাকারিয়া। তারা সংঘবদ্ধভাবে নিয়মিত বনবিভাগের গাছ চুরি করে বিভিন্ন জায়গায় পাচার করে বলে একাধিক সূত্র জানিয়েছেন। .
বিভাগীয় বন কর্মকর্তা সারোয়ার আলম জানান, গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত যারা বন বিভাগের গাছ ও সম্পদ লুণ্ঠন করে যাচ্ছে এবং বন বিভাগে অবৈধ স্থাপনা তৈরি করতেছে তাদের বিরুদ্ধে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যে কোন বিনিময়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগকে ভূমিদস্যু মুক্ত করা হবে গাছপালা কাটা এবং বন বিভাগে অবৈধ স্থাপনা করা থেকে কাউকে ছাড় দেওয়া হবে না।.
স্থানীয়রা বলছেন, ঝিলংজা বিট কর্মকর্তা আসলাম হোসেন আসার পর থেকে বনভূমি দখল করে অবৈধ স্থাপনা বনবিভাগের গাছ কাটা অনেকটাই কমে আসছে। . .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম (জিসান)
আপনার মতামত লিখুন: